বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সাবেক ভিপি ও বিএনপি থেকে দুইবার নির্বাচিত সংসদ সদস্য বাঞ্ছারামপুরের রূপসদী গ্রামের ক্ষণজন্মা কৃতি সন্তান সুজনের মৃত্যুর ২৪ বছর হলেও পাওয়া গেল না হত্যাকারীদের আসল পরিচয়, ধোঁয়াশাপূর্ণ তার হত্যাকারীদের ইতিহাস। বিএনপি ক্ষমতায় গেলে সাবেক এমপি শাহজাহান হাওলাদার সুজন হত্যার দৃষ্টান্তমূলক বিচার হবে।
শুক্রবার (৪ জুলাই) বিকালে সুজন স্মৃতি কলেজ মাঠে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, মরহুম শাহজাহান হাওলাদার সুজনের এলাকার উন্নয়ন নিয়ে স্বপ্ন ও চিন্তা চেতনাকে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে আমি দলের হয়ে সেগুলো বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী নিজ গ্রামে সাবেক এমপি শাহজাহান হাওলাদার সুজন স্মরণে শ্রদ্ধাঞ্জলি, দোয়া ও মিলাদ মাহফিল পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।
বিএনপির প্রবীণ নেতা রুপসদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে যুবদলের আহ্বায়ক হারুন আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসিন, সদস্য গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুসা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস,এইচ,জেড শুকড়ী সেলিম, সহ-সভাপতি এম.এ মতিন উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নাহিদ সুলতানা, সহ -সংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য হানিফ, পৌর যুবদলের সদস্য সচিব মো. সামি , যুবদল নেতা আবু কালাম, মো. আল আমিন মিয়া, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম, মাঝি, হুমায়ুন কবির মেম্বার, রুপসদি ইউনিয়ন পরিষদের মেম্বার ও মরহুম শাহজাহান হাওলাদার সুজনের মা হেনা হাওলাদার, সাবেক মেম্বার মনু মিয়া, রুপসদী বিএনপি নেতা আব্দুল আজিজ, যুবদল নেতা মো. এরশাদ রানা, মো. জামাল চাঁন, মো. বাহার উদ্দিন, মো. খোকন, মো. ফজলুল হক, হুমায়ূন কবির, সালাউদ্দিন, বাহার উদ্দিন বাহার সৌদি প্রবাসী মো. আলামিন প্রমূখ।
কেকে/ এমএস