অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে একটি অভ্যন্তরীণ ফ্লাইটের কার্গো হোল্ডে সাপ দেখা যাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্লাইটটি দুই ঘণ্টা বিলম্বে ছেড়েছে।
মঙ্গলবার (৩০ জুন) মেলবোর্ন থেকে ব্রিসবেনগামী ভার্জিন অস্ট্রেলিয়ার ফ্লাইট ভিএ৩৩৭-এ যাত্রী ওঠানোর সময় এ ঘটনা ঘটে। বিষয়টি বুধবার গণমাধ্যমে প্রকাশ পায়।
ঘটনার সময় কার্গো হোল্ডে উপস্থিত ছিলেন সাপ ধরার পেশাদার বিশেষজ্ঞ মার্ক পেলে। তিনিই প্রথম ৬০ সেন্টিমিটার দীর্ঘ সবুজ রঙের সাপটি দেখতে পান। অল্প আলোতে বিষধর মনে হলেও পরে জানা যায় এটি ‘গ্রিন ট্রি স্নেক’, যা নিরাপদ প্রজাতি।
মার্ক পেলে বলেন, সাপটি কিছুটা লুকানো ছিল। যেকোনো সময় মূল কেবিনে ঢুকে যেতে পারত। ভাগ্য ভালো প্রথম চেষ্টাতেই ধরতে পেরেছি, নইলে পুরো প্লেন খালি করে কিছু অংশ খুলতে হতো।
ঘটনার পর ফ্লাইটটি প্রায় দুই ঘণ্টা পরে ছাড়ে। বিষয়টি নিশ্চিত করে ভার্জিন অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র বলেন, সতর্কতা অবলম্বনে ফ্লাইটের সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়।
পেলের ধারণা, সাপটি আগের কোনো যাত্রীর ব্যাগে করে আসতে পারে, পরে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু অস্ট্রেলিয়ার কঠোর কোয়ারেন্টাইন আইন অনুযায়ী, সেটিকে বনে ফিরিয়ে দেওয়া যায়নি।
বর্তমানে সংরক্ষিত এই সাপটি মেলবোর্নের এক পশু চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে এবং পরবর্তীতে এটি লাইসেন্সধারী সাপ পালনকারীর কাছে হস্তান্তর করা হবে।
কেকে/এএম