লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের কৃষি কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ এবং আম, নারিকেল, তালসহ বিভিন্ন ফলদ গাছের ১৩ হাজার চারা বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বুধবার (২ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন রায়পুর থানার ওসি (তদন্ত) আব্দুল মান্নান, উপজেলা বিআরডি কর্মকর্তা আব্দুস সাত্তার এবং রায়পুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমন।
প্রধান অতিথি ইউএনও মো. ইমরান খান বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারি দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক কর্তব্য। আমরা যদি এখন থেকেই গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলি, তাহলে ভবিষ্যতে একটি সবুজ, সুন্দর ও টেকসই সমাজ গড়ে উঠবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, চলতি অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার প্রায় সাড়ে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এ চারা ও উপকরণ বিতরণ করা হয়েছে। যার মাধ্যমে কৃষকের কৃষিকাজে উৎসাহ এবং ফলদ গাছ রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকের হাতে সার, বীজ এবং ফলদ গাছের চারা তুলে দেওয়া হয়।
কেকে/এএস