বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের যুক্তরাজ্যে সফর উপলক্ষ্যে যুক্তরাজ্যে অবস্থানরত খুলনা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে এক মতবিনিময় সভা ও নৈশভোজের আয়োজন করা হয়। অনিন্দ্য ইসলাম অমিত যুক্তরাজ্যে সফরে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
রোববার (২৯ জুন) যুক্তরাজ্যের একটি হোটেলে যুক্তরাজ্যস্থ খুলনা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্য বিএনপি সিনিয়র সদস্য জনাব নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভা ও নৈশভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, আন্তর্জাতিক সম্পাদক আনিসুল ইসলাম খোকন, যুক্তরাজ্য বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি শহিদুল ইসলাম মামুন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, তাজুল ইসলাম, আবেদ রাজা, ব্যারিস্টার জাকির হোসেন, মোহাম্মদ নিয়াজ, যুক্তরাজ্য মহিলা দলের সদস্য সচিব অঞ্জনা আলম, নুর আলম সোহেল, জুল আফরোজ, সাইফুল ইসলাম মিরাজ, ইমতিয়াজ তানিম, খুলনা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ মোহাম্মদ তুহিন মোল্লা, ব্যারিস্টার রনি, এবিএম মাসুদ, নাসির হোসেন, মোস্তাক মোহাম্মদ শাওন, শামীম ইকবাল খান প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ৩১ দফা বাস্তবায়ন দেশ ও দেশের জনগণের জন্য সময়োপযোগী সংস্কারের মাধ্যম। ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের সব জনগণ এর সুফল ভোগ করবেন।
কেকে/এএস