ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মৎস্যসম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন এবং জাটকা সংরক্ষণ অভিযান– ২০২৫ বাস্তবায়নে উপজেলা মৎস্য দপ্তর ও বাঞ্ছারামপুর মডেল থানার যৌথ উদ্যোগে জাটকা সংরক্ষণ অভিযানে মাছ ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
রোববার (২৯ জুন) বিকালে উপজেলার মরিচাকান্দির বাজার ও মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে ২ হাজার ৫'শ মিটার কারেন্ট জাল ও বিপুল পরিমাণ জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত জাল মরিচাকান্দি ঘাটে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও জাটকা ইলিশ স্থানীয় এতিমখানায় দিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন–উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদা ইসলাম, মডেল থানার উপপরিদর্শক মো. খায়রুল ইসলাম এবং তার টিম উপস্থিত থেকে আইনত সহায়তা দিয়েছেন বলে মৎস্য অফিস সূত্রে জানা গেছে।
এদিকে উপজেলার মেঘনা নদী অববাহিকায় বিভিন্ন এলাকার স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযান শেষের পর আজ ফের মরিচাকান্দি, বাহেরচর, শান্তিপুর, ফেরিঘাট এলাকায় জেলেরা জাটকা নিধন ও তা প্রকাশ্যে বিক্রি করছেন।
এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদা ইসলাম বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এএস