কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীর বিবস্ত্র ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি-মন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। একই সঙ্গে এ ঘটনার মূল আসামি ফজর আলীকে গ্রেফতারে সন্তোষ প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
রোববার (২৯ জুন) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে কায়কোবাদ বলেন, অপরাধীর ধর্মীয় বা রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তার বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধী যে দলেরই হোক, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া চলবে না। যদি ফজর আলী আওয়ামী লীগের কর্মী হয়ে থাকেন, তবে তাকে আশ্রয় ও প্রশ্রয়দাতাদেরও চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে হবে।
কায়কোবাদ আরো বলেন, নির্যাতনের শিকার ওই নারী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিবৃতিতে তিনি ধর্ম-বর্ণ ও রাজনৈতিক মতভেদ ভুলে মুরাদনগরের সকল মানুষকে এ পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
কেকে/ এমএস