বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬ আসরে দেখা যেতে পারে এক নতুন চমক—নতুন সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি হিসেবে উঠে এসেছে নোয়াখালীর নাম।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই একটি প্রতিষ্ঠান ব্যাংক গ্যারান্টি জমা দিয়ে নোয়াখালী রয়েলস (Noakhali Royals) নামে একটি ফ্র্যাঞ্চাইজির প্রস্তাব জমা দিয়েছে। যুক্তরাজ্যে বসবাসকারী নোয়াখালী জেলার চাটখিল উপজেলার উত্তর সাধুরখিল গ্রামের কৃতি সন্তান ও শায়ান্স গ্লোবালের কর্নধার আহমেদ জামিল বাদলের পৃষ্ঠপোষকতায় শায়ান্স গ্লোবাল এর উদ্যোগে নোয়াখালী রয়েলস নামে টিম পরিচালনা করার আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যে শায়ান্স ক্লাব লন্ডনে ডিস্ট্রিক্ট কাপের টিম নোয়াখালী প্রতিনিধিত্ব ও পৃষ্ঠপোষকতা করছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমোদন পেলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।
নোয়াখালীর প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ ভুলু স্টেডিয়ামকে ঘিরেই গড়ে তোলা হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজির ভেন্যু পরিকল্পনা।
প্রায় দশ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামটি ইতোমধ্যেই আধুনিকায়নের পথে রয়েছে। বিপিএল আয়োজনের উপযোগী করে গড়ে তুলতে চলছে ড্রেনেজ সিস্টেম উন্নয়ন, মিডিয়া জোন ও ড্রেসিং রুম আপগ্রেডের কাজ।
মালিকানা এখনো রহস্যে ঘেরা। ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা এখনো প্রকাশ করা হয়নি। তবে গুঞ্জন রয়েছে, দেশের নামকরা একাধিক কোম্পানি এর পেছনে থাকতে পারে। এই নিয়ে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কোনো কমতি নেই।
নিজ শহরের প্রতিনিধিত্বের স্বপ্ন। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের বিপিএল মৌসুমেই মাঠে নামতে পারে নোয়াখালী দল। এটি হতে পারে নোয়াখালীবাসীর জন্য এক গর্বের মুহূর্ত—নিজ শহরের প্রতিনিধিত্ব দেখা একটি গৌরবের ব্যাপার।
কেকে/এজে