কুষ্টিয়ার মিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা-দুর্গাপুর এলাকায় এঘটনা ঘটে।
এ সময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। স্বর্ণালংকারের খোঁজে নিহতের মরদেহও তল্লাশি চালিয়েছে ডাকাত দলটি। এ খবরে এলাকাজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পোড়াদহ ইউনিয়নের সুধিরাজপুর গ্রামের নিয়ামত আলীর স্ত্রী আয়েশা খাতুন (৫০) বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাতেই নিহতের স্বজরনেরা তার মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্স যোগে বাড়িতে ফিরছিলেন। এমন সময় কালিতলা-দুর্গাপুর সড়কের মাঠ সংলগ্ন এলাকায় পৌঁছালে পথে ডাকাত দলের কবলে পড়ে অ্যাম্বুলেন্সটি। এসময় পাশের একটি পানের বরজ থেকে ডাকাতদলের সদস্যরা বেরিয়ে আসেন। ধারালো অস্ত্রের মুখে মারধরের পাশাপাশি চালক ও নিহতের স্বজনদের কাছ থেকে ৩২ হাজার ৬শ টাকা ও এক নারীর কাছ থেকে একজোড়া কানের দুল (স্বর্ণাংলকার) ছিনিয়ে নেয়। এছাড়াও নিহতের কান ও গলায় স্বর্ণাংলকার আছে কি-না তাও তল্লাশি করে ডাকাতদলটি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। সড়কে ডাকাতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/ এমএস