ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত ট্রাকের চাপায় দ্বিখন্ডিত হয়ে আসমা আক্তার (৩১) নামে এক নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আসমা আক্তার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিলবোকা কাঠাল গ্রামের নুরুল ইসলামের মেয়ে।
বুধবার (২৫ জুন) রাত সাড়ে নয়টার দিকে সিডস্টোর রেঞ্জ অফিসের সামনে এ ঘটনা ঘটে। আসমা আক্তার সিডস্টোর ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো এক নারী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার সিডস্টোর রেঞ্জ অফিসের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি সিএনজি অটোরিকশা দুইজন নারী শ্রমিককে ধাক্কা দিলে দুইজন দুই পাশে ছিটকে পড়েন। এ সময় পিছন থেকে আসা অজ্ঞাত একটি ট্রাকের আসাম আক্তারকে পুনরায় চাপা দিলে গাড়ীর চাকায় পিষ্টে দ্বি-খন্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। পরে গুরুতর আহত অন্যজনকে স্থানীয়রা উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ঢাকা মুখি অজ্ঞাত একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই আসমা আক্তারের মর্মান্তিক মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে আহতের পরিচয় এখনো জানা যায়নি।
কেকে/এআর