ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহার দেবতাখুমে। ছবি : প্রতিনিধি
টানা ভারী বর্ষণের কারণে পার্বত্য জেলার বিভিন্ন নদী, ছড়া ও ঝিরিতে পানিপ্রবাহ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় আর বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসের ঝুঁকি পরিলক্ষিত হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একসপ্তাহ বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার অন্যতম পর্যটনস্পট দেবতাখুমে পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা শেষে আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) থেকে আবারোও পর্যটকরা ভ্রমন করতে পারবে দেবতাখুমে।
বৃহস্পতিবার (২৬ জুন) থেকে দেবতাখুম পর্যটকরা আগের মত ভ্রমণ করতে পারবে বলে জানান জেলা প্রশাসন।
রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.সাইফুল ইসলাম জানান, কয়েকদিন প্রচুর বৃষ্টি হয়েছিল বান্দরবানে তবে এখন বৃষ্টি কম হচ্ছে, আবহাওয়াও ভালো দেখা যাচ্ছে আর তাই ভ্রমনে নিষেধাজ্ঞা উঠে গেছে ।
তিনি আরো বলেন, এখন যেহেতু বর্ষাকাল চলছে, যেকোনো সময় বৃষ্টি হতে পারে, আর পাহাড়ে এই সময় নদী,খাল আর ঝর্ণা ভ্রমনে অবশ্যই সবার লাইফ জ্যাকেট থাকতে হবে। সতর্কতার সাথে ভ্রমণ করতে হবে।
বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, বান্দরবান ভ্রমনে কোন নিষেধাজ্ঞা এখন নেই ,তবে পর্যটকরা বান্দরবান ভ্রমনে এখন আরো সর্তক হওয়া জরুরী। প্রশাসনের অনুমতি ছাড়া এবং নিবন্ধিত গাইড ছাড়া কেউ যাতে পাহাড়ের গহীনে চলে না যায় সেজন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি, গাইড ও পর্যটকদের নিজ নিজ দায়িত্ব আরো বেশী।
পর্যটনস্পট দেবতাখুম
প্রসঙ্গত: বান্দরবান সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত বান্দরবানের অন্যতম সুন্দর পর্যটনকেন্দ্র দেবতাখুম। নদী, ঝর্ণা, ছোট-বড় পাথর আর পাহাড়ের প্রাকৃতিক পরিবেশের অপরূপ রূপ দেখতে প্রতিদিনই দেশের নানান প্রান্তের অসংখ্য পর্যটক দেবতাখুমে ছুটে যায়, আর বর্ষায় পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ না বোঝার কারণে বিভিন্ন দুর্ঘটনার শিকার হয় পর্যটকরা, তাই পর্যটকদের নিরাপত্তার স্বার্থে গত বুধবার (১৮ জুন) বিকেলে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে (১৮-২৫ জুন) এক সপ্তাহ পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞা দেয়া হয় দেবতাখুমে।