রাজারহাটে প্লাস্টিক দাও, ফলদ চারাগাছ নাও
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৯:২৬ পিএম আপডেট: ২৫.০৬.২০২৫ ৯:৩১ পিএম

‘প্লাস্টিক দাও, ফলদ চারাগাছ নাও’—এই ব্যতিক্রমী স্লোগানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে দুই শতাধিক ফলদ চারাগাছ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ জুন) উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব আল মিজান মাহিনের ব্যক্তিগত উদ্যোগে রাজারহাট রেলওয়ে স্টেশন চত্বরে এ আয়োজন করা হয়। প্লাস্টিক বোতল ও প্যাকেট জমা দিলে বিনিময়ে হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও প্রেস ক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস এবং সাধারণ সম্পাদক প্রহল্লাদ মণ্ডল সৈকত।
এ ছাড়াও উপস্থিত ছিলেন মশিউর রহমান, আপন মিয়া, মুনতাসির আহমেদ ও মাহিন ইসলাম।
কেকে/এএম