রাউজানে মোহাম্মদ মোস্তাকিম (৬) নামের এক মাদ্রাসা ছাত্রের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ জুন) উপজেলার ডাবুয়া ইউনিয়নের খোশাল তালুকদার বাড়িতে দুপুরে এ ঘটনা ঘটে। সে প্রবাসী মো, মুবিনের পুত্র ও মোহাম্মদ মোস্তাকিম স্থানীয় হাজী শামসুল আলম দারুল আরকাম মাদরাসার ২য় শ্রেণির ছাত্র।
হাজী শামসুল আলম দারুল আরকাম মাদরাসার শিক্ষক শায়ের মাওলানা ওসমান গণী বলেন, গতকাল সকালে মোহাম্মদ মোস্তাকিমের প্রবাসী বাবা (বর্তমান বাড়িতে) ওমরা হজের যাওয়ার জন্য মোস্তাকিমের দাদি ও মাকে নিয়ে চট্টগ্রামের মনসুরাবাদ পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। আর ঘরে ছিল নিকট কিছু আত্মীয়স্বজন। শখের বসে নিজস্ব বাড়ির পেছনে ছোট পুকুরে মাছ ধরতে যান বেড়াতে আসা স্বজনদের পেছনে পেছনে গিয়েছিল ৬ বছরের মোস্তাকিমও।
সকলে মাছ ধরে ঘরে চলে আসলেও মোস্তাকিম ঘরে ফিরেনি। সে পড়ে যায় পুকুরের পানিতে। দুপুর সাড়ে ১২টার দিকে ভেসে ওঠে লাশ। এরপর উদ্ধার করে নেওয়া হয় জেকে ও হাটহাজারীর দুটি পৃথক মেডিকেলে। উভয়ের কর্তব্যরত ডাক্তার মোস্তাকিমকে মৃত ঘোষণা করেন।
বাদ মাগরিব মোস্তাকিমের জানাজা অনুষ্ঠিত হয়। মোস্তাকিমের ছোট ২ বছরের একমাত্র বোন রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায় ।
কেকে/এএম