জামালপুরের বকশীগঞ্জে গত ১৩ জুন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম কর্তৃক স্বাক্ষরিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বকশীগঞ্জ উপজেলা সমন্বয় কমিটি অনুমোদন দেয়। এ কমিটিতে আওয়ামী লীগের দোসরদের নাম থাকায় বকশীগঞ্জে নানা সমালোচনা সৃষ্টি হয়। এ পরিপ্রেক্ষিতে বকশীগঞ্জে জুলাই-আগস্টের বিপ্লবী ছাত্র-জনতা আওয়ামী লীগের দোসরদের এনসিপি কমিটির মাধ্যমে পুনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।
রোববার (২২ জুন) দুপুরে জুলাই-আগস্টের বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা মাঠ থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষপ্তি বক্তব্য রাখেন বকশীগঞ্জ গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাদ আহমেদ রাজু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়জিদ আলামিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আহমেদ সায়েম, ছাত্র-জনতার প্রতিনিধি কাজল খন্দকার।
বক্তারা বলেন এনসিপির কমিটিতে কীভাবে আওয়ামী দোসর জায়গা পায় আশ্চর্য বিষয়। এ কমিটিতে আওয়ামী দোসরদের জায়গা দিয়ে জুলাই-আগস্ট বিপ্লবীদের সম্মান ক্ষুণ্ন করেছে। তাই সদ্যঘোষিত বকশীগঞ্জ উপজেলা এনসিপির কমিটিতে আওয়ামী লীগের পুনর্বাসনের দায়ে কমিটি বিলুপ্তির দাবি জানান এবং ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারের দাবি জানান।
কেকে/এএস