র্যাগিং একটি দণ্ডনীয় অপরাধ, যা আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক।
রোববার (২২ জুন) সকালে নবীন শিক্ষার্থীদের আগমনকে কেন্দ্র করে এক ফেইসবুক পোস্টের মাধ্যমে তিনি এসব কথা বলেন।
নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, আপনাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবারের নতুন সদস্য হিসেবে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গনে আপনাদের আগমন আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়।
তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি, আপনারা উচ্চশিক্ষার মাধ্যমে নিজেকে গড়ে তোলার পাশাপাশি মানবিক মূল্যবোধ, সততা এবং দায়িত্ববোধে উজ্জীবিত হবেন। বিশ্ববিদ্যালয় হলো সহনশীলতা, সহযোগিতা ও সৌহার্দ্যের স্থান এখানে আমরা সবাই একে অপরের সহযাত্রী।
র্যাগিং এর বিষয়ে তিনি বলেন, নতুনদের আগমণকে ঘিরে ক্যাম্পাসে র্যাগিং এর ঘটনা ঘটে। কোনো শিক্ষার্থী যদি নবীনদের শারীরিক, মানসিক বা মৌখিকভাবে হয়রানির চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসাথে, নবীনদের যেকোনো ধরনের হয়রানির ঘটনা বিভাগীয় ছাত্র উপদেষ্টা ও চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডি, ছাত্রকল্যাণ পরিচালক, শিক্ষার্থী সংশ্লিষ্ট কমিটি, কোষাধ্যক্ষ কিংবা উপাচার্য মহোদয়ের অফিসকে দ্রুত জানাতে অনুরোধ করা হচ্ছে।
র্যাগিংমুক্ত ক্যাম্পাসের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, আমরা চাই, এই ক্যাম্পাস হোক এক উজ্জ্বল, নিরাপদ ও উৎসাহব্যঞ্জক শিক্ষার পরিবেশ। আসুন, সবাই মিলে একটি ইতিবাচক, র্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ে তুলি।
কেকে/এআর