নীলফামারীতে ‘শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন) সকাল থেকে জেলা পরিষদ মিলনায়তনে অর্ধদিনের এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েলের সভাপতিত্বে বক্তৃতা দেন প্রধান অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা হক প্রধান, বিশেষ অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি মীর সেলিম ফারুক, মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মো. আনিসুর রহমান, সহ দপ্তর সম্পাদক আব্দুর রহিম, সদস্য আহম্মেদ আলী, সিরাজগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান মণ্ডল প্রমুখ। সেমিনারটি পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিম হোসেন।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার দেশ গড়ার রাজনীতি নিয়ে আলোচনা করা হয় ওই সেমিনারে। এছাড়া তৃণমূলে তারেক জিয়ার ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১দফা ছড়িয়ে দেয়ার আহবান জানানো হয়।’
দিনব্যাপী সেমিনারে জেলার বিভিন্ন পর্যায়ের শতাধিক বিএনপির নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কেকে/ এমএস