বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ      ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’      নির্বাচনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব      ৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫৪৫ জন      বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা      ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হলে কৃষি অর্থনীতি টেকসই হবে : কৃষি সচিব      ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      
দেশজুড়ে
ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১২:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় ছাত্রদলের মো. বিজয় মন্ডল (২৪) ও মো. শাহিন মন্ডল (২৫) নামে দুই প্রভাবশালী ছাত্র নেতার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে। 

মঙ্গলবার (১৭ জুন) রাতে ভালুকা মডেল থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলটি করেন।

বিজয় মন্ডল উপজেলার ৯নং কাচিনা ইউনিয়নের ছাত্রদলের যুগ্ম সম্পাদক এবং মো. শাহীন মন্ডল ওই ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক। 

মামলা সূত্রে জানা যায়, উপজেলার উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর গ্রামে মঙ্গলবার (১৭জুন) রাতে ৯নং কাচিনা ইউনিয়নের ছাত্রদলের যুগ্ম সম্পাদক বিজয় মন্ডলের বাসায় একজন ব্যক্তি দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে গোপন সুত্রে সংবাদ পেয়ে ওই বাসায় রাত দেড় ঘটিকার সময় অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে ছুরি, চাইনিজ কুড়াল, সুইচ গিয়ার চাকু, ২টি বিদেশি মদের বোতল ও ৩টি গাঁজা সেবনের কলকি জব্দ করে। 

এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে মো. বিজয় মন্ডল ও মো. শাহিন মন্ডল কৌশলে পালিয়ে যায়। পরে জব্দকৃত আলামত মডেল থানার হেফাজতে নিয়ে ভালুকা মডেল থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. রফিকুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনের ১৯৭৮ সংশোধনী (২০০২) এর ১৯ (এফ) ধারা ও ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ২১/২৫ ধারায় ১৭ জুন রাতে (মামলা নং-৩৪) দায়ের করেন। 

স্থানীয়রা জানান, ৯নং কাচিনা ইউনিয়নের ছাত্রদলের যুগ্ম সম্পাদক বিজয় মন্ডল এবং ওই ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শাহীন মন্ডল, দীর্ঘদিন যাবৎ অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার ও অপরাধমূলক কর্মকান্ডে জড়িত, তাদের ভয়ে এলাকার কেউ মুখ খোলতেও রাজি হয় না।

মো. শাহীন মন্ডল অভিযোগের বিষয়টি অস্বীকার করে জানান, আলামত উদ্ধারের বিষয়ে আমি অবগত নই। বিজয় মন্ডল জানান, ওই ঘরে কুড়াল ও একটি চাকু তার মা রেখেছিলো বাকিগুলোর বিষয়ে কিছুই জানেন না।

ভালুকা উপজেলা ছাত্রদলের আহবায়ক লুৎফর রহমান খান সানি বলেন, এ বিষয়ে আমরা তদন্ত করে দেখে যদি তারা অপরাধি প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবো।

উল্লেখ, ৯নং কাচিনা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. বিজয় মন্ডলের বিরুদ্ধে ২০২২ সালে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে পদ পদবি স্থগিত করা হয়েছিল। আনুমানিক ১০ মাস পরে পুনরায় তাকে স্ব-পদে বহাল করা হয়।

ভালুকা ক্যাম্প কমান্ডার জানান, যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে জব্দকৃত মালামাল মডেল থানায় হস্তান্তর করে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং এধরণের অভিযান অব্যাহত থাকবে। 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবারের উল্লেখযোগ্য সাত সংবাদ
তরুণ, যুব ও মেধাবী ছাত্র সমাজকে রক্ষায় সুস্থ সংস্কৃতি জরুরি: রায়হান সিরাজী
৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’
চালাক ছাত্রী

সর্বাধিক পঠিত

নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
চাঁদপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা রয়েছে: তানভীর হুদা
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
গাজীপুরে রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ডসে সম্মাননা পেল রাজউক

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close