তেহরানের একটি সুরক্ষিত সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ও ইমার্জেন্সি কমান্ডের প্রধান জেনারেল আলি শাদমানিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।
মঙ্গলবার (১৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এবং ফ্রান্সের আই টুয়েন্টিফোর নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, জেনারেল শাদমানি ছিলেন ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ডারদের একজন এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী।
তবে এই হামলা বা জেনারেল শাদমানির মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।
চলতি জুনের শুরুতে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং ‘খাতেম আল-আনবিয়া ইমার্জেন্সি কমান্ড’-এর প্রধান হিসেবে দায়িত্ব নেন জেনারেল শাদমানি। এই কমান্ড মূলত ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ পরিকল্পনা এবং হামলার অনুমোদনের দায়িত্বে ছিল।
শাদমানি এই পদে নিযুক্ত হন গত শুক্রবার, যখন ইসরায়েলি হামলায় নিহত হন খাতেম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের সাবেক কমান্ডার জেনারেল গোলাম আলি রশিদ।
পূর্বে আলি শাদমানি ইরানের ইমার্জেন্সি কমান্ডের উপপ্রধান এবং জেনারেল স্টাফের অপারেশনস বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিকল্পনায় তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
শাদমানিকে হত্যা ইরানের সামরিক কমান্ড কাঠামোয় বড় ধরনের আঘাত। এটি ইরানের আক্রমণাত্মক সক্ষমতা নস্যাৎ করার একটি কৌশলের অংশ বলেও মন্তব্য করেছে ইসরায়েলি কর্মকর্তারা।
সূত্র : আল-জাজিরা, আই টুয়েন্টিফোর নিউজ
কেকে/এএম