ঈশ্বরদীতে দুটি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলিসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ জুন) বিকালে উপজেলার সাড়াঘাট সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়ে বালু বোঝাই ট্রলার থেকে তাদের অস্ত্র-গুলিসহ আটক করা হয়।
এ সময় ১টি ওয়ান শুটার গান, ১টি রিভলভার ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও বালু বোঝাই তিনটি বাল্কহেড ও দুটি নৌকা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো কুষ্টিয়ার ভেড়ামারা রাইটা নতুন পাড়া গ্রামের ছামাদ প্রামাণিকের ছেলে ইয়াছিন আলী (৩৫), ইকতার মালিথার ছেলে সোনারুল (২৬), মৃত তাহের মন্ডলের ছেলে হবি মন্ডল (২৬), বারোমাইল পশ্চিম বাহিরচর পূর্বপাড়া গ্রামের আকছেদ প্রাং এর ছেলে সোহেল প্রাং, মৃত খলিল সরদারের ছেলে মিরাজ সরদার (২৪) ও দৌলতপুর থানার হাটখোলা পাড়া গ্রামের মৃত সাজদার প্রাং এর ছেলে সাগর (২৭)।
আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে পদ্মা নদীর বালুমহলের দখলকে কেন্দ্র করে কয়েকটি পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে ২২ মে সাড়াঘাট এলাকায় গোলাগুলির ঘটনায় অন্তত ছয়জন গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা হয়। পরে ৫ জুন একই এলাকায় অস্ত্র প্রদর্শন ও সন্ত্রাসী তৎপরতার ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়।
এই দুই মামলার ভিত্তিতে বুধবার পদ্মা নদী এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানের সময় সাড়া ৫ নম্বর ঘাটের কাছে নোঙর করা একটি বালু বোঝাই বাল্কহেডের ইঞ্জিনকক্ষ থেকে একটি ওয়ান শুটারগান, একটি রিভলভার ও আট রাউন্ড গুলি উদ্ধার এবং ছয়জনকে আটক করা হয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, বালুমহলের নিয়ন্ত্রণ নিয়ে সহিংসতায় জড়িতদের ধরতেই এ অভিযান চালানো হয়। এ সময় ছয়জনকে গ্রেফতার ও দুইটি আগ্নেয়াস্ত্র এবং আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
কেকে/এএস