বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর ও কালিকাপুর গ্রামের প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১১ টায় উপজেলার রাধানগর মধ্যপাড়ায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মো. মোবারক মেম্বার, মো. আব্দুল আউয়াল, মো. সাইফুল ইসলাম (নয়ন),ডা. সালাউদ্দিন মুকুল, মো. সোহেল রানা, আবু হানিফ, মো. রফিকুল ইসলাম, মো. কামাল হোসেন, মোহাম্মদ মাইনুদ্দিন,
২০২১ সালের ৮ অক্টোবর প্রতিষ্ঠাতা পরিচালক মো. মানিক হোসেন ও সহযোদ্ধা মোহাম্মদ আলমগীর হোসাইন এবং প্রধান উপদেষ্ঠা প্রফেসর মো. সালাউদ্দিন শামীমসহ সমাজের কিছু গন্যমান্য ব্যক্তি বর্গ ও কিছু প্রবাসি সহযোদ্ধাদের নিয়েফাউন্ডেশনটির যাত্রা শুরু হয়।
অসহায় দুস্থদের বিপদে পাশে দাঁড়ানো এবং সমাজে সদকায়ে জারিয়ার মত কাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তি লাভ করার আশায় ফাউন্ডেশনের সদস্যগণ নিজেদের ঘাম ঝরানো পারিশ্রমিক থেকে কিছু অর্থ প্রতি মাসে অত্র ফাউন্ডেশনে জমা করে থাকেন। আর সেই অর্থ গুলো থেকেই সমাজের সেবা করে আসছেন তারা।
স্থানীয় মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোডিং, অসহায় রোগীদের চিকিৎসা বাবদ অর্থ প্রদান, বিধবা নারীদের জন্য অনুদান, অসহায় মেয়েদের বিয়েতে অর্থ প্রদান, দুই ঈদে ঈদ সামগ্রী প্রদানসহ সামাজিক কর্মকান্ডে এই সামাজিক সংগঠন কাজ করে যাচ্ছেন।
যারা প্রবাসে থেকে অর্থের যোগান দিচ্ছেন তারা হলেন সভাপতি মো. আলমগীর হোসাইন, সহসভাপতি মো. ফারুক হোসেন, সহসভাপতি মো. জামির মিয়া, সাধারন সম্পাদক মো. ইব্রাহিম সরকার, সহ যুগ্ম-সাধারন সম্পাদক মোহাম্মদ আলী বেপারি, যুগ্ম-সাধারন সম্পাদক মো. হক মিয়া, সহ যুগ্ম-সাধারন সম্পাদক আমান উল্লাহ আমান, সহ যুগ্ম-সাধারন সম্পাদক আফাজ উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন ইলেকট্রিশিয়ান, সহ সাংগঠনিক সম্পাদক মো. আবু হানিফ, প্রচার সম্পাদক কালাম আজাদ ভুইয়া, সহ প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর আলম,সহ প্রচার সম্পাদক মো. আল আমিন, অর্থ বিষয়ক সম্পাদক মো. শাহ আলম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মো. দেলোয়ার হুসাইন মাদানী, সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. নূরুল ইসলাম প্রমুখ।
কেকে/ এমএস