চাটমোহরে লিচু বাগান থেকে মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ১২:৫৩ পিএম

ফাইল ছবি
চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের উথুলি এলাকার একটি লিচু বাগান থেকে জাহানারা খাতুন (৫২) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পরিবারের দাবি ৪ জুন সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল জাহানারা খাতুন।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে লিচুবাগানের পাশে একটি ক্ষেতে ঘাস কাটতে এসে এক কৃষক ঝুলন্ত অবস্থায় জাহানারা খাতুনকে দেখতে পায়। ছোট একটি লিচু গাছের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলে ছিল জাহানারা খাতুনের লাশ। দীর্ঘ সময় ঝুলে থাকার কারণে প্রায় পুরো শরীর শক্ত হয়ে গেছে।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাহানারা লাশ নামিয়ে প্রাথমিক তদন্ত করে। পরে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য লাশ প্রেরণ করা হয়।
তবে পরিবারের দাবি এটি আত্মহত্যা নয় হত্যাকাণ্ড। পাশের বাড়ির সাবেক মেম্বার মিরাজের সাথে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল জাহানারার পরিবারের। ৪ জুন বাড়ির পাশে একটি কলাগাছ কাটতে গেলে আবারো বিরোধ দেখা দেয়। এতে মিরাজ মেম্বারের পরিবারের লোকজন জাহানারা খাতুন কে লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ব্যাপক মারপিট করেন। এমনকি সন্ধ্যার দিকেও মারপিট করার উদ্দেশ্যে মিরাজ মেম্বারের ছেলে জাহানারা কে খুজছিল বলে জানায় জাহানারার প্রবাসী সন্তানের স্ত্রী।
এ ব্যাপারে সিনিয়র এএসপি (চাটমোহর সার্কেল) আঞ্জুমা আক্তার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/ এমএস