ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত লিটন কুমার দাসকে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে। টেস্ট এবং ওয়ানডে দলেও দীর্ঘ মেয়াদে অধিনায়ক মনোনীত করা হচ্ছে। নাজমুল হোসেন শান্তর ওপরই আস্থা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাঁহাতি এ ব্যাটারকে নেতৃত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এ নিয়ে মঙ্গলবার (৩ জুন) বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে কথা বলেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। শ্রীলংকার বিপক্ষে টেস্ট দল ঘোষণার সময় শান্তর নেতৃত্বের ঘোষণা দেওয়া হতে পারে।
১৫ জনের টেস্ট দলে চমক হতে পারে পেসার এবাদত হোসেনের প্রত্যাবর্তন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকে ছুটি নেওয়া উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাসও ফিরছেন লংকাা সফর দিয়ে।
গলে আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটি শুরু। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসরে এটিই হবে বাংলাদেশের প্রথম সিরিজ।
গুরুত্বপূর্ণ এ সিরিজে সেরা দল নিয়ে খেলার লক্ষ্য বিসিবির। তাসকিন আহমেদ গোড়ালির চোট পুনর্বাসনে থাকায় শ্রীলঙ্কা সফরে টেস্ট দলে রাখা হচ্ছে না। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে শেষ টেস্ট খেলা এবাদত ফিরতে পারেন লঙ্কা সফর দিয়ে।
জাতীয় লিগ, জাতীয় লিগ টি২০, বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগের পর বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুটি এক দিনের এবং একটি চার দিনের ম্যাচ খেলেছেন টাইগার এ পেসার। নিজেদের মধ্যে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচেও বল হাতে ছন্দে ফেরার বার্তা দেন। লঙ্কা সফরে চার পেসার নিয়ে গেলে তানজিম হাসান সাকিবকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হতে পারে।
১৫ জনের দল হলে মাহিদুল ইসলাম অংকনের সুযোগ কম। ১৬ জন নেওয়া হলে রাখা হতে পারে তাকে। আজ স্কোয়াড ঘোষণা করার সম্ভাবনা বেশি। কারণ ঈদের পর ৯ মে অনুশীলন শুরু। ইংল্যান্ডে ছুটি কাটিয়ে ওই দিনই ক্যাম্পে যোগ দেবেন প্রধান কোচ ফিল সিমন্স। ১৩ মে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে দল।
বাংলাদেশের সম্ভাব্য শ্রীলঙ্কা সিরিজের দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, নাহিদ রানা, এবাদত হোসেন ও মাহমুদুল হাসান। অতিরিক্ত: মাহিদুল ইসলাম অংকন।
কেকে/এএম