বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস      আবারো সংঘর্ষে ঢাকা-সিটি কলেজের শিক্ষার্থীরা      
আন্তর্জাতিক
থাইল্যান্ডের সঙ্গে সংঘর্ষ, আন্তর্জাতিক আদালতে যাবে কম্বোডিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৬:০১ পিএম
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানে

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানে

‘এমারেল্ড ট্রায়াঙ্গেলে’ কম্বোডিয়ার একজন একজন সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় থাইল্যান্ডের সঙ্গে দেশটির কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানে জানিয়েছেন, তারা এ বিষয়ে অভিযোগ দিতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) অভিযোগ দায়ের করবেন।

উল্লেখ্য, কম্বোডিয়া, থাইল্যান্ড এবং লাওস এই তিনটি দেশের মধ্যে অভিন্ন একটি সীমান্ত আছে। সেই অঞ্চল এমারেল্ড ট্রায়াঙ্গেল নামে পরিচিত। ওই সীমান্তে অনেকদিন ধরেই উত্তেজনা বিরাজমান।

বার্তা সংস্থা এএফপি বলছে, ওই সীমান্তে সম্প্রতি কম্বোডিয়ার একজন সেনা সদস্য নিহত হন। এরপরই কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানে সোমবার ঘোষণা দেন থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বিরোধের জের ধরে তার সরকার আইসিজেতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবে।

সংসদীয় সভায় হুন মানে বলেন, সীমান্ত সংক্রান্ত অনিশ্চয়তা নিয়ে ভবিষ্যতে যেন আর কোনো সশস্ত্র সংঘর্ষ না হয়, সে লক্ষ্যেই আমরা চাই থাইল্যান্ড আমাদের সঙ্গে যৌথভাবে এই বিষয়গুলো আন্তর্জাতিক আদালতে নিয়ে যাক। তবে তিনি সতর্ক করে জানান, যদিও থাই সরকার এই প্রক্রিয়ায় অংশ নিতে না চায়, কম্বোডিয়া এককভাবেই আইসিজেতে আবেদন করবে।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকেই থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত নিয়ে উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে ঐতিহাসিক প্রাচীন মন্দির ও সংলগ্ন এলাকা ঘিরে এই বিরোধ বেশি। তখনকার সামরিক সংঘাতে কমপক্ষে ২৮ জন নিহত হন।

বুধবার (২৮ মে) সর্বশেষ সহিংসতা ঘটে। যখন থাই সীমান্ত সংলগ্ন এমারেল্ড ট্রায়াঙ্গেল এলাকায় এক কম্বোডিয়ান সেনা প্রাণ হারান। পরদিন কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থাই দূতাবাসে এক কূটনৈতিক বার্তায় ‘একতরফা ও উসকানিমূলক হামলার’ নিন্দা জানায় এবং ঘটনার ‘তাৎক্ষণিক ও পূর্ণাঙ্গ তদন্ত’ দাবি করে।

কম্বোডিয়া এই হামলাকে ‘রাষ্ট্রীয় সার্বভৌমত্বের লঙ্ঘন’ বলে অভিহিত করে এবং শান্তিপূর্ণ ও কূটনৈতিকভাবে সমস্যার সমাধানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। ঘটনার পর কম্বোডিয়ার সেনাবাহিনী দাবি করে, তারা ‘প্রথমে আক্রান্ত’ হয়। তবে থাই সেনাবাহিনী পাল্টা দাবি করে, তারা কেবল ‘গুলি বর্ষণের জবাবে’ প্রতিক্রিয়া দেখিয়েছে। পরদিন দুই দেশের সামরিক কর্মকর্তারা বৈঠকে বসেন এবং উত্তেজনা প্রশমনের সিদ্ধান্তে উপনীত হন।

থাইল্যান্ড জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে একটি যৌথ সীমান্ত কমিটি বৈঠক করবে এ ইস্যুতে। হুন মানের ভাষ্যমতে, এমারেল্ড ট্রায়াঙ্গেলের পাশাপাশি তা মোয়ান থম মন্দির অঞ্চলের বিষয়ও আন্তর্জাতিক আদালতে উত্থাপন করা হবে। এ বছর ওই অঞ্চলের পাশেই একটি দেশাত্মবোধক খেমার গান গাওয়া নারীর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে থাইল্যান্ড এ নিয়ে কূটনৈতিক আপত্তি জানায়। কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের উল্লেখযোগ্য অংশ এখনো স্পষ্টভাবে চিহ্নিত হয়নি। এই সীমান্ত অনেকাংশে ফরাসি ঔপনিবেশিক আমলে তৈরি মানচিত্রের ওপর ভিত্তি করে নির্ধারিত।

২০০৮ সালে প্রেয়া বিহার মন্দির ঘিরে সামরিক সংঘর্ষের পর আইসিজে ২০১৩ সালে রায় দেয় যে, মন্দির সংলগ্ন বিতর্কিত এলাকা কম্বোডিয়ার অন্তর্ভুক্ত। প্রধানমন্ত্রী হুন মানে সীমান্তে বারবার সংঘর্ষের জন্য ‘উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর উসকানিকে দায়ী করেছেন। তিনি বলেন, উভয় দেশেরই কিছু চরমপন্থি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে সীমান্ত উত্তেজনা বাড়াতে চায়—যা সরাসরি সংঘর্ষে রূপ নিতে পারে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ
জাকসু নির্বাচনে শিবিরের নেতৃত্বে প্যানেল ঘোষণা
ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
বিদ্যুতের তার যেন চড়ুই পাখির অভয়াশ্রম

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close