চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট কাঁচা বাজারের পূর্ব পার্শ শফি টাওয়ারের ৩য় তলায় পুলিশ, এনএসআই, ডিজিএফআই, দুর্নীতি দমনে তথ্য প্রকাশকারী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩ হাজার ৯শ’ পিস ইয়াবাসহ তিন নারীকে আটক করা হয়েছে।
শনিবার (৩১ মে) দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার চৌধুরী পাড়া এলাকার এজাহার হোসেনের মেয়ে নুর নাহার বেগম(৪৫), একই এলাকার আমির হোসেনের মেয়ে শারমিন আক্তার (১৪), একই এলাকার আমির হোসেনের মেয়ে সাইমা সুলতানা (১৮)। সম্পর্কে তারা উভয়ই মা মেয়ে।
সূত্রে জানা যায়, আজ দুপুর দুই ঘটিকায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ব্যবসায়ী পাড়া এলাকার সফি টাওয়ারের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় এনএসআই, দুর্নীতি দমনে তথ্য প্রকাশকারী, ডিজিএফআই, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৩ হাজার ৯শ’ পিস ইয়াবা, ১৫টি সিম কার্ড, ৭টি ভোটার আইডি কার্ড, ১টি এন্ড্রয়েড ফোন, ১৫টি জন্ম নিবন্ধন কার্ড, ২টি টেকনাফ শাখার কৃষি ব্যাংকের চেক বইসহ তিন জন মহিলাকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার স্থানীয় মূল্য ১১ লাখ ৭০ হাজার টাকা। এ ব্যাপারে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কেকে/এজে