মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রকে খিচুড়ির খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বলাৎকারের অভিযোগে করিম (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ মে) দিবাগত রাতে সদর উপজেলার সেওতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত করিম শিবালয় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাল হোসেনের বাড়ির কেয়ারটেকার হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২৭ মে) সকালে স্থানীয় একটি দোকানের সামনে একা থাকা অবস্থায় শিশুটিকে দেখতে পান করিম। তিনি তাকে খিচুড়ির প্রলোভন দেখিয়ে নিজ বাসায় নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, পরদিন সকাল সাড়ে ৬টার দিকে শিশুটিকে ছেড়ে দেওয়া হয়।
শিশুটির পরিবার জানায়, মঙ্গলবার রাত ১১টা থেকে বুধবার সকাল পর্যন্ত চারবার তাকে বলাৎকার করা হয়েছে। শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির বাবা বলেন, আমার ছেলেকে পাশবিকভাবে নির্যাতন করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে।
শিশুটির বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, সে আমাদের স্কুলের মেধাবী ছাত্র। এমন ঘটনার কথা শুনে আমরা হতবাক। বিদ্যালয় কর্তৃপক্ষ তার পাশে আছে এবং প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করা হবে।
কেকে/এএম