গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার সাইফাইশ্রি ব্রিকস ফিল্ড অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
কাপাসিয়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. মজিবুর রহমান টিক্কা খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাহাবুর রহমান। সঞ্চালনায় ছিলেন ফোরকানুল ইসলাম ফকির মুকুল ও আখতারুজ্জামান প্রধান। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য আজগর হোসেন খানসহ নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভা শেষে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাইকে তোবারক বিতরণ করা হয়।