পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রংপুরের কাউনিয়া উপজেলার ৬ ইউনিয়নের দুস্থ, অসহায় ও হতদরিদ্র ২৭ হাজার ৫৯২ পরিবারকে সরকারের খাদ্য সহায়তা হিসেবে ভিজিএফ ১০ কেজি করে চাল বিতরণ শুরু হয়েছে।
শনিবার (৩১ মে) সকালে বালাপাড়া ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. আবু সাইয়েম।
এ সময় উপস্থিত ছিলেন বালাপাড়া ইউপি সদস্য মো. আমিরুল ইসলাম পলাশ, মো. মহির উদ্দিন, মো. হাফিজার রহমান, মো. মিজানুর রহমান উকিল, মোছা. শেফালী খাতুন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মাহফুজ আলম প্রমুখ।
এবার সুষ্ঠুভাবে আতপ চাল পেয়ে উপকারভোগীদের মুখে হাসি ফুঁটেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মেজবাহুর রহমান জানান, এবারও ১০ কেজি করে ভিজিএফ চাল পাবেন বালাপাড়া ইউনিয়নে ৫ হাজার ৪৩৭ সারাই ইউনিয়নে ৩ হাজার ৯৭২ হারাগাছ ইউনিয়নে ৩ হাজার ৭৫০ কুর্শা ইউনিয়নে ৫ হাজার ৮৫৩ শহীদবাগ ইউনিয়নে ২ হাজার ৯৩০ এবং টেপামধুপুর ইউনিয়নে ৫ হাজার ৬৫০টি পরিবার। এ ছাড়াও হারাগাছ পৌরসভার ১ হাজার ৫৪০টি পরিবারকে ভিজিএফ চাল দেওয়া হবে।
কেকে/এএম