চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে এক নারীকে লাথি মেরে ভাইরাল হওয়া আকাশ চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর শাখা।
শুক্রবার (৩০ মে) এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ২৮ মে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা চরমভাবে নিন্দনীয়। সংগঠনটির দাবি, আকাশ চৌধুরী অনুমতি ছাড়াই সেখানে উপস্থিত হয়েছিলেন।
চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে আকাশ চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, সেদিন প্রেস ক্লাবে জামায়াতের কোনো কর্মসূচি ছিল না এবং কোনো স্তরের জনশক্তিকে সেখানে যাওয়ার নির্দেশও দেওয়া হয়নি। ঘটনাটি দলীয় সিদ্ধান্তের বাইরে সংঘটিত হয়েছে।
ঘটনার দিন গণতান্ত্রিক ছাত্রজোট চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ এবং ছাত্রজোটের কর্মীদের ওপর হামলার নিন্দায় মানববন্ধনের আয়োজন করে। এ সময় শাহবাগবিরোধী ঐক্য নামে একটি দলের কর্মীরা সেখানে হামলা চালায়, যাতে অন্তত ১৫ জন আহত হন।
এ সময় আকাশ চৌধুরী নামের এক যুবকের নারীকে লাথি মারার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা যায়, আকাশ চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার নেছার আহদের ছেলে এবং শিবিরের চট্টগ্রাম মহানগরের ওয়ার্ড পর্যায়ের নেতা।
এর আগেও আকাশ চট্টগ্রামের মুরাদপুরে সুন্নিদের একটি কর্মসূচিতে হামলার অভিযোগে আলোচনায় আসেন।
কেকে/এএম