বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
শুক্রবার (৩০ মে) বিকালে বিসিবির পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।
এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন পান তিনি।
নতুন কমিটিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম এবং ভাইস প্রেসিডেন্ট হয়েছেন পরিচালক ফাহিম সিনহা।
গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির সভাপতির পদে বসেছিলেন ফারুক আহমেদ। তবে এক বছরেরও কম সময়ের মধ্যে ফের বদল এলো বোর্ডের শীর্ষ পদে।
সূত্র জানায়, বিসিবির ৮ পরিচালক ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করলে জাতীয় ক্রীড়া পরিষদ বৃহস্পতিবার রাতে তার কাউন্সিলর মনোনয়ন বাতিল করে। পরদিনই এনএসসি আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবি কাউন্সিলর হিসেবে নতুন করে মনোনয়ন দেয়।
এরপর পরিচালকদের ভোটে আনুষ্ঠানিকভাবে সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল।
বিস্তারিত আসছে…
কেকে/এএম