দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠায় চলতি মে মাসের শুরু থেকে এ পর্যন্ত সরকারের বিভিন্ন বিভাগ ও দফতরের মোট ৪৩৫ জন কর্মকর্তা ও কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে সৌদি আরবের দুর্নীতি প্রতিরোধ সংস্থা নাজহা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের মধ্যে ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় গালফ নিউজ।
তদন্ত ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ১২০ ব্যক্তিরা স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, পৌরসভা এবং গৃহায়ন, মানবসম্পদ, পরিবহন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি যাকাত, কর এবং শুল্ক বিভাগে কর্মরত ছিলেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ঘুষ গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহারের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
সৌদি আরব আত্মসাৎকৃত তহবিল পুনরুদ্ধার এবং দুর্নীতির মামলা দ্রুত করার জন্য আর্থিক নিষ্পত্তির নিয়ম চালু করেছে। নাজা (সততা) নামে পরিচিত তদারক সংস্থাটি সরকারি পদের অপব্যবহারের সাথে জড়িত যে কাউকে পর্যবেক্ষণ ও বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। সরকারি তহবিল রক্ষা এবং সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই স্বচ্ছতা জোরদারের প্রতিশ্রুতিও দিয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে, সৌদি আরবে শত শত রাষ্ট্রীয় কর্মচারী এবং ব্যবসায়ীকে দুর্নীতি এবং জনসাধারণের অর্থের অব্যবস্থাপনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি।
কেকে/ এমএস