নতুন পণ্য, নতুন রূপে বাজারজাতকরণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নীলসাগর গ্রুপ। কনজ্যুমার প্রোডাক্টের অধীনে এসব পণ্য মানুষের নাগালে নিয়ে হাজির হবে গ্রুপের ডোর টু ডোর প্রকল্পের কর্মীরা। সব প্রস্তুতি শেষে কর্মসূচি সকাল ১০ টায় আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) নীলফামারী জেলা শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সভাপতিত্ব করবেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন। প্রধান অতিথি জেলা প্রশাসক এবং নীলসাগর গ্রুপের চেয়ারম্যান যৌথভাবে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এ কর্মসূচির।
অনুষ্ঠান ঘিরে রয়েছে নানা আয়োজন। বর্ণিল সাজে সাজানো হয়েছে অনুষ্ঠানস্থল। বিশাল স্টেজ এবং প্যান্ডেলের পাশেই স্থাপন করা হয়েছে নতুন পণ্যের প্রদর্শনী স্টল। সেখানে আগতরা দেখতে পারবেন নীলসাগর কনজ্যুমার প্রোডাক্টের নবরূপে নতুন সাজে উৎপাদিত নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো।
নীলসাগর কনজ্যুমার প্রোডাক্টের ডোর টু ডোর প্রকল্পের ইনচার্জ আওরঙ্গজেব সুজন বলেন, ‘নতুন পণ্য, নতুন রূপে বাজারজাতকরণে আমরা ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছি। মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে বিভিন্ন নিত্যপণ্য উৎপাদন করে ডোর টু ডোর প্রকল্পের মাধ্যমে সামান্য লাভে ক্রেতার বাড়িতে পৌঁছে দেবে আমাদের কর্মীরা। এতে করে অর্থ সাশ্রয় হবে ক্রেতাদের। পাশপাশি এ কর্মসূচির মাধ্যমে জেলার দুই শতাধিক শিক্ষিত বেকার নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টি হবে’।