‘শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সার্বজনীন’ এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও এতিম দুস্থদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ মে ) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসন, ও স্বাস্থ্য কমপ্লেক্স কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় মানব জীবনে পুষ্টিকর খাবারের গুরুত্ব তুলে ধরা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানব জীবনে পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম, আমরা যেন দৈনিক খাবার তালিকায় পুষ্টিকর খাদ্য রাখতে পারি সেই চেষ্টা করব।
সভায় আরো উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আজিজ, আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈয়দ অলী মোহাম্মদ রাসেল, বাঞ্ছারামপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর খাইরুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো, নাসির আহমেদ, সহসভাপতি মো, ফয়সল আহমেদ খান প্রমুখ।
কেকে/এজে