চাকসুর গঠনতন্ত্র ও সংস্কার প্রস্তাবনায় কার্যনির্বাহী কমিটিতে ২২ পদ রাখার প্রস্তাব করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (২৭ মে) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব ঘোষণা করেন ইসলামি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুর রহমান।
ইসলামি ছাত্র আন্দোলনের প্রস্তাবকৃত পদসমূহ হচ্ছে- সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদক, কোষাধ্যক্ষ, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, দফতর ও গণযোগাযোগ সম্পাদক, ছাত্রকল্যাণ সম্পাদক, ধর্ম ও সম্প্রীতি বিষয়ক সম্পাদক, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক, শিক্ষার্থী কাউন্সিলিং সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদক, ছাত্রী বিষয়ক সম্পাদক, খাদ্য ও পরিবহন সম্পাদক, হল ব্যবস্থাপনা সম্পাদক, উচ্চ শিক্ষা সম্পাদক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নির্বাহী সদস্য পদে চার জন।
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি আন্দোলনের সভাপতি আব্দুর রহমান, সহসভাপতি হোসাইন আহমেদ আকিব, প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ মাঈন উদ্দীন, দাওয়াহ সম্পাদক মুরাদ হোসেন মুসা, তথ ও গবেষণা সম্পাদক নাঈম উদ্দীন উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস