গাজীপুরে চোর সন্দেহে এক ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ মে) বিকালে তাদেরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রতনপুর গ্রামের মৃত আব্দুল হাই আকন্দের ছেলে রফিকুল ইসলাম রনি (৪২), তাঁর স্ত্রী ছালমা বেগম (৩৭) এবং গাজীপুর মহানগরীর কোনাবাড়ী (হরিণাচালা) এলাকার মৃত মেহের আলীর ছেলে এস এম রফিকুল ইসলাম (৬০)।
জিএমপি কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন খোলা কাগজকে বলেন, গতকাল রবিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২ টায় মহানগরীর কোনাবাড়ীর আমতলা এলাকায় মোবাইল চোর সন্দেহ ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে নিহতের ভাই আজাদ তালুকদার বাদী হয়ে ১০ জন নামে ও অজ্ঞাত ১০/১২ জনের নামে মামলা দায়ের করেছেন।
নিহত জুয়েল তালুকদার (৪৩) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া বাজার এলাকার কছিমুদ্দিন তালুকদারের ছেলে।
ওসি সালাহ উদ্দিন বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ৭ দিনের রিমান্ড চেয়ে আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার রিমান্ড আবেদন এর অর্ডার কপি পাবো। রিমান্ড মঞ্জুর হয়েছে কিনা তা কালকেই জানা যাবে।
কেকে/ এমএস