গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমন ও একাধিক হত্যা মামলার আসামি বিএম ইউসুফ আলী এখনো অধরা রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে পর্যাপ্ত তথ্যপ্রমাণ থাকলেও এখনো তাকে করা হয়নি গ্রেফতার।
ভুক্তভোগীদের অভিযোগ, ইউসুফ আলী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত। রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা আরেক মামলায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স থেকে ২৯৩ কোটি ৩৮ লাখ টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে ইউসুফ আলীসহ চারজনের বিরুদ্ধে। এ মামলায় আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন।
এসব অভিযোগের বিষয়ে জানতে বিএম ইউসুফ আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।
কেকে/ এমএস