নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ মে) সকালে নাসিক ৩ নম্বর ওয়ার্ডের ফজলুল হক ফিলিং স্টেশনসংলগ্ন লেকে এই মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তারা লেকে একটি নারীর মরদেহ ভাসতে দেখেন। পরে তারা পুলিশে খবর দিলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
তিনি আরো জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত হয়নি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কেকে/এএম