বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবগুলোর একটি ‘কান’। লাল গালিচায় হেঁটে যাওয়ার স্বপ্ন বুনে থাকেন বিশ্বের তাবড় তারকারা। সেখানে নিজেদের তুলে ধরতে পোশাকের বাহারেও চলে জোর প্রতিযোগিতা। কেউ কেতাদুরস্ত, কেউ চোখ ধাঁধানো। এ বছরের কান উৎসবে ঠিক তেমনই এক নজরকাড়া রূপে ধরা দিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট—শরীরজুড়ে যেন গোলাপের লক্ষ পাপড়ি!
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আলিয়ার পরনে ছিল গোলাপি রঙের একটি করসেট স্টাইল গাউন। পোশাকটির নিচের অংশ সাজানো ছিল অজস্র ভাঁজ আর পাপড়ির মতো স্তরে স্তরে খাঁজে, যা দেখে মনে হচ্ছিল যেন তিনি ফুলের সমুদ্রে হেঁটে এসেছেন।
পাতলা ও নরম কাপড়ে তৈরি এই গাউনে সূক্ষ্ম সিকুইনের কাজ ছিল, যা পোশাকে যুক্ত করেছিল কোমল ঝলমলে আভা। চুল বাঁধা ছিল সাধারণভাবে, সিঁথিতে ছিল না কোনো সিঁদুরের রেখা। স্বাভাবিক সৌন্দর্যে তিনি ছিলেন একেবারেই অনবদ্য।
প্রসঙ্গত, এর আগে আলিয়া জানিয়েছিলেন, দেশের বর্তমান পরিস্থিতির কথা ভেবে তিনি কান চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন না। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে বৃহস্পতিবার গভীর রাতে ফ্রান্সের উদ্দেশে উড়াল দেন এই বলিউড ডিভা। শুক্রবার তাকে দেখা গেল কানের লালগালিচায় ফ্লোরাল গাউনে নজরকাড়া উপস্থিতিতে।
সব মিলিয়ে বলা যায়, বিদেশি পোশাকে, আন্তর্জাতিক মঞ্চে এক আলাদা নান্দনিকতায় নিজেকে তুলে ধরলেন আলিয়া ভাট। কেবল অভিনেত্রী হিসেবে নয়, একজন স্টাইল আইকন হিসেবেও নতুন করে প্রশংসিত হলেন তিনি।
কেকে/এএম