বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫,
২০ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: আন্দোলনরত শিক্ষকরা কাজে না ফিরলে আইনি ব্যবস্থা      রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইসিকে তফসিল দেওয়ার আহ্বান নাহিদের      খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা      অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে জিরো টলারেন্স নিশ্চিত করতে হবে : উপদেষ্টা ফরিদা      প্রবাসীরা ৬০ দিনের বেশি দেশে থাকলে ফোন রেজিস্ট্রেশন করতে হবে      এভারকেয়ারের পাশে সেনা-বিমান বাহিনীর মহড়ায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ      শীত নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর      
দেশজুড়ে
বাজিতপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ
হারিছ আহমেদ, কিশোরগঞ্জ
প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ১১:০৪ এএম

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পূর্ব পাটুলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে সুনীল চন্দ্র দাসসহ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ সময়  বাধা দিলে জমির মালিক ইকবালসহ কয়েকজনকে সাক্ষীকে পিটিয়ে গুরুতর আহত করেন সুনীল চন্দ্রদাসের লোকজন। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে আদালতের নিষেধাজ্ঞা অমান্যকারীদের ভয়ে অসহায় হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার।

এ ঘটনায় ভুক্তভোগী জমির মালিক মুহাম্মদ সোহাগ ইবনে নূর বাজিতপুর থানায় বাদী হয়ে দুইজনসহ অজ্ঞাত  ৩-৪ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরাউপজেলার পূর্ব পাটুলী এলাকার মৃত নরেন্দ্র চন্দ্র দাসের ছেলে সুনীল চন্দ্র দাস (৬০) ও একই এলাকার আক্কল আলীর ছেলে জিয়াউল হক (৩০)।

অভিযোগ ও মামলার এজহার সূত্রে জানা যায়, ১৯৬০ সালে উপজেলার দিঘীরপাড় বস্তি মৌজার ১৬৮৫নং খতিয়ানে ২ একর ৬ শতাংশ ও ২৯৬৪নং খতিয়ানে ৬৯১১নং দাগে ৯১ শতাংশের কাত ৪৬ শতাংশ জমি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় মুহাম্মদ সোহাগ ইবনে নূর ও তার ৪ সহোদর ভাই। জমিগুলো ভোগদখলে থাকাকালীন বিগত ৬ বছর পূর্বে উক্ত দাগের জমিগুলো ব্যবসার উদ্দেশে দীঘিরপাড় ইউনিয়ন পরিষদের সাবেক প্রয়াত চেয়ারম্যান আমিন মুহাম্মদ ফারুক ও খায়রুল ইসলামকে ৩ বছরের জন্য উক্ত জায়গা চিহ্নিত করে বাংলা চৌহদ্দি (উত্তরে-রাস্তা, দক্ষিণে-শাহজাহান, পশ্চিমে-খাইরুল ও পূর্বে-নদী) অনুযায়ী ভাড়া দেয় মুহাম্মদ সোহাগ ইবনে নূর। পরবর্তীতে ভাড়ার মেয়াদ সম্পূর্ণ হলে জমিগুলোতে নিজেই স্টিলের নৌকা মেরামত, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও ইট-বালু, পাথরের ব্যবসা পরিচালনা করে আসছেন।

গত ১৪ মে দুপুর আনুমানিক আড়াইটার দিকে অভিযুক্তরা জমিগুলো নিজেদের দাবি করে ব্যবসা প্রতিষ্ঠানসহ জমিগুলো দখলের চেষ্টা চালায় এবং মুহাম্মদ সোহাগ ইবনে নূরকে প্রাণনাশের হুমকি দেয়।

এর আগে গত ৪ মে কিশোরগঞ্জ অতিরিক্থ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মুহাম্মদ সোহাগ ইবনে নূর বাদী হয়ে দশজনকে বিবাদী করে ফৌ.কা.বি ১৪৪/১৪৫ ধারায় একটি মোকাদ্দমা দায়ের করা হয়।

সে মামলার এজহার সূত্রে জানা যায়, উক্ত দাগের ১৩ শতাংশ জায়গা ভুলক্রমে পার্শ্ববর্তী দাগের মালিক কৃষ্ণ ধন দাস, সুনীল চন্দ্র দাস ও দীপক চন্দ্র দাসের নামে লিপিবদ্ধ হয়। সেই ভুল রেকর্ডকে কেন্দ্র করে বিবাদী পক্ষ বাদী পক্ষের ব্যবসা প্রতিষ্ঠান সরাতে এবং প্রাণনাশের হুমকি দেয়।

এ বিষয়ে অভিযুক্ত কৃষ্ণ ধন দাস বলেন, পাটুলী ঘাটের সব জায়গা আমার বাপ-দাদার। সোহাগের বাবা নূরুল ইসলাম ১৯৮৩-৮৪ সালে যখন মাঠ রেকর্ড জরিপ হয় তখন সরকারি সার্ভেয়ারদের ভয়-ভীতি দেখিয়ে জায়গাগুলো তাদের নামে মাঠ রেকর্ড করে নেয়। এখন তার ছেলে জাল কাগজপত্র দিয়ে আমাদের নামে ১৪৪ ধারা জারি করছে । আমরা মামলার জবাব দেবো।

এদিকে কৃষ্ণ ধন দাসের আপন  চাচা বীরেন্দ্র নাথ বলেন, এ দাগের পাশে আমারও জমি আছি। সোহাগের পূর্ব পুরুষগণ এই জমিতে চাষাবাদ করত। পরে তারা মারা গেলে ধারাবাহিকভাবে এ সম্পদের মালিক হয় তারা। সোহাগের বাবা ছিলেন ডাক্তার। আশপাশে আরো অনেক সম্পদ তিনি কিনেছেন। কৃষ্ণ এ দাগে কেমনে জমি দাবি করবে? সিএস আরওআর সোহাগের বাপ-দাদারে নামে হেরা মুসলমান আর সে হিন্দু।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  বাজিতপুর   জমি দখল   অভিযোগ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

হামজা-শমিতদের ম্যাচ থেকে ৪ কোটির বেশি আয় বাফুফের
পশ্চিমবঙ্গ পুলিশে যোগ দিলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার
চিরিরবন্দরে বাস–ভ্যান সংঘর্ষে নিহত ২
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩
দশমিনায় মৎস্য মেরিন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সর্বাধিক পঠিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বান্দরবানে প্রার্থনা সভা
সাভারে টিভি সাংবাদিকদের সংগঠন টিআরসি'র আত্মপ্রকাশ
ফটিকছড়িতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান
চিরিরবন্দরে বাস–ভ্যান সংঘর্ষে নিহত ২
বিএনপি নেতার পুকুরে বিষপ্রয়োগ

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close