চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ইসলামীয়া বাজারে অবস্থিত চিলেকোঠা রেস্টুরেন্টে দিনের বেলায় অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা শিগগিরই মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেবে।
বাজারটির মামা ভাগিনা প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত চিলেকোঠা রেস্টুরেন্টে সরেজমিনে দেখা যায়, মুলিবাঁশ ও পর্দা দিয়ে তৈরি ছোট ছোট পৃথক খোপে ঘন ঘন প্রবেশ ও বের হওয়ার দৃশ্য স্থানীয়দের সন্দেহের জন্ম দিয়েছে। রেস্টুরেন্টের এক কোণায় ‘নিষিদ্ধ প্রবেশ’ লেখা একটি ছোট কক্ষ রয়েছে, যা নিয়েও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নানা আলোচনা চলছে।
বাজারের একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন, রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে এসব অনৈতিক কর্মকাণ্ড বন্ধের কথা বললে তারা উলটো হুমকি দেয়।
একজন ব্যবসায়ী বলেন, আমরা এখানে পরিবার নিয়ে ব্যবসা করি। এমন কার্যকলাপে আমাদের ব্যবসা ও সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্রেতারাও অস্বস্তি প্রকাশ করেন।
এক প্রবীণ স্থানীয় বাসিন্দা বলেন, এ এলাকায় পবিত্র ধর্মীয় স্থান আছে, যেখানে অনেক আউলিয়ার মাজার রয়েছে। এর কাছে এমন কর্মকাণ্ড আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।
এ বিষয়ে জানতে চাইলে চিলেকোঠা রেস্টুরেন্টের পরিচালক মো. ফিরোজ আহম্মেদ রুবেল বলেন, আমি এর আগে ঢাকা ব্যবসা করতাম। গত কয়েক বছর ধরে মদিনা রোডে মামা ভাগিনা প্লাজার ২য় তলার ওপরে একটা রেস্টুরেন্ট দিয়েছি, এখানে ছেলে-মেয়েরা খাবার খাওয়ার জন্য আসে, সেলফি তুলে, গল্পগুজব করে। আমাদের লোকজন তাদের সার্ভিস দেয় প্রত্যেকটা রুম আলাদা আলাদা। রুমে তারা কী করে আমরা জানি না।
বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ফখরুল সরকার বলেন, বাজারের পরিবেশ ও সুনাম রক্ষার্থে এ বাজারে কোনোরকম অসামাজিক কার্যকলাপ কাউকে করতে দেওয়া হবে না। যদি কেউ করে থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, বিষয়টি আমার জানা ছিল না। শুধু চিলেকোঠা রেস্টুরেন্ট না এ অঞ্চলের কোন জায়গায় অশ্লীলতা ও অপকর্ম করতে দেওয়া হবে না।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। অচিরেই সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থাতেই এমন অসামাজিক কার্যকলাপ বরদাশত করা হবে না।
কেকে/এএম