সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
দেশজুড়ে
চাহিদার চেয়ে পশু বেশি, দাম নিয়ে দুশ্চিন্তায় খামারিরা
মাদারগঞ্জে প্রস্তুত ১০২ কোটি টাকার গবাদিপশু
এম আর সাইফুল, মাদারগঞ্জ, (জামালপুর)
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৫:৪২ পিএম

কোরবানি ঈদকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় রেকর্ডসংখ্যক পশু প্রস্তুত করেছেন খামারি ও পশুপালকেরা। তবে স্থানীয় চাহিদার তুলনায় অতিরিক্ত পশু এবং সমবায় সংকটের কারণে গরু বিক্রি ও ন্যায্যমূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ বছর কোরবানির জন্য চাহিদা রয়েছে ৯ হাজার ৭৫০টি পশুর, কিন্তু খামার ও বাড়িতে প্রস্তুত রয়েছে ১৬ হাজার ৭৭২টি গবাদিপশু—চাহিদার চেয়ে প্রায় ৭ হাজার ২২টি বেশি। এসব পশুর আনুমানিক বাজারমূল্য ১০২ কোটি ৬৬ লাখ টাকা।

প্রস্তুত গবাদিপশুর মধ্যে রয়েছে ৫ হাজার ৮৯৪টি গরু, ৩১২টি মহিষ, ৯ হাজার ১৫০টি ছাগল, ১ হাজার ৩৭০টি ভেড়া ও ৪৬টি অন্যান্য পশু। গত বছর চাহিদা ছিল ৭ হাজার ৮৫০টি, প্রস্তুত হয়েছিল ১৪ হাজার ৭৫টি।

খামারি সাইদুর রহমান জানান, তিনি এবার দেশি জাতের ২৫টি গরু লালনপালন করছেন। গরুকে খাবার হিসেবে কাঁচা ঘাস, খৈল, ভুট্টা এবং ধানের কুড়াসহ প্রাকৃতিক খাবার খাওয়াচ্ছেন। তবে অন্যান্য বছরের তুলনায় পশুখাদ্যের দাম বেশি হওয়ায় গরু পালনে খরচ বেড়েছে তার। কয়েকদিন পরই বিক্রির জন্য এসব গরু বাজারে তোলা হবে বলে জানান তিনি।

জোড়খালী ইউনিয়নের ফুলজোড় এলাকার তোফায়েল হোসেন মতি বলেন, কোরবানির হাটে বিক্রির জন্য ৫টি দেশি গরু প্রস্তুত করছি। কয়েক বছর আগে করোনা পরিস্থিতিতে বিদেশি জাতের গরু পালন করে ক্ষতিগ্রস্ত হয়েছি। সেই ক্ষতি পুষিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করছি। তবে গো-খাদ্যের মূল্যবৃদ্ধির কারণে কোরবানির গরুর ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় আছি।

এদিকে উপজেলার শতদল সমবায় সমিতির কয়েকজন পরিচালক প্রায় ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ করে গা-ঢাকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে সমিতির প্রায় ৩৫ হাজার গ্রাহক আর্থিক সংকটে পড়েছেন।

এক ভুক্তভোগী জানান, সমিতিতে তার ১০ লাখ টাকা আটকে থাকায় এবার কোরবানি দেওয়া সম্ভব নয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিজভী আহমেদ বলেন, উপজেলার খামারি ও কৃষকদের গবাদিপশুকে দানাদার খাদ্য ও কাঁচা ঘাস খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ভিটামিনও খাওয়াতে বলা হয়েছে। তবে গবাদিপশুকে নিষিদ্ধ রাসায়নিক ও হরমোনের ওষুধ খাওয়াতে নিষেধ করা হয়েছে। প্রাকৃতিক উপায়ে কীভাবে মানসম্মত মাংস উৎপাদন করবে, সে বিষয়ও খামারিদের পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, চলতি বছর এই উপজেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ৯ হাজার ৭৫০টি। চাহিদার বিপরীতে ১৬ হাজার ৭৭২ পশু প্রস্তুত রয়েছে। যা উপজেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকার কোরবানির পশুর চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close