পাটগ্রাম সীমান্তে ভারতের পুশইন, নারী শিশুসহ আটক ২০
ইফতেখার আহাম্মেদ, পাটগ্রাম (লালমনিরহাট)
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১০:২০ এএম আপডেট: ২২.০৫.২০২৫ ১০:২৬ এএম

ছবি : প্রতিনিধি
লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতের বাংলাদেশে ২০জন পুশইন করার সমর আটক করেছে বিজিবি। আটকৃতদের মধ্যে নারী শিশু ও পুরুষ রয়েছে।
আটককৃতদের মধ্যে শাহজামাল (৪০) জানান তার বাড়ি যশোর জেলার নরেন্দ্রপুর গ্রামে তাকে বম্বের সুরত থেকে তুলে আনা হয়।
তিনি আরো জানান আহমাদাবাদ বিমান বন্দর থেকে মোট ১৮৬জন বাংলাদেশিকে গতকাল বিকালে একটি বিমানে শিলিগুড়ি বাগডোগরা বিমান বন্দরে আনা হয়। এরপর তাদেরকে ১৫/২০ জন করে কয়েকটি গাড়িতে তুলে লালমনিরহাট জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইন করা হয়।
পাটগ্রাম থানার ডিউটি অফিসার রেজাউল করিম রেজা জানান, বর্তমানে বিজিবি আটককৃতদের সোপর্দ করা হয়েছে।
কেকে/এআর