নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন—নিরব প্রকাশ রুবেল (৩০), জিসান (২৬), দেলোয়ার (৫০) ও পাপ্পু (৩২)। এদের মধ্যে পাপ্পু এজাহারনামীয় আসামি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির আহমেদ জানান, নগরীর বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে পাপ্পু মামলার এজাহারনামীয় ২৮ নম্বর আসামি। অন্যরাও ঘটনার সঙ্গে জড়িত। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে।
মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১২ মে নগরীতে অবাধ চলাচলসহ তিন দফা দাবিতে নগর ভবনে সশস্ত্র হামলা চালায় অটোরিকশা চালকরা। এ সময় তাদের হামলায় সিটি কর্পোরেশনের যানজট নিরসন কর্মীসহ ১৯ জন আহত হয়। এ ঘটনায় সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত আইন কর্মকর্তা মাজহার উদ্দিন খন্দকার বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করে থানায় মামলা করেন
কেকে/এএম