সিংড়ায় পুকুর থেকে বিষ্ণুমূর্তি উদ্ধার
মো. রাজু আহম্মেদ, সিংড়া (নাটোর)
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ১২:১১ পিএম

ছবি: প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের সরিষাবাড়ী প্রাইমারি স্কুলের পূর্ব পাশের পুকুরের খনন করা মাটি থেকে একটি ৫ কেজি ৯০০ গ্রাম ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাঁড়াবাড়ি গ্রামের মিজানের ছেলে আরাফাত ও একই গ্রামের আজিজের নাতি সাফি মূর্তিটি পুকুরে খননকৃত মাটিতে পায়।
পরে মূর্তিটি তারা দুজন সমানভাবে ভাগাভাগি করে নেয় খবর পেয়ে গ্রামবাসী প্রশাসনকে খবর দেয় পরে মূর্তিটা উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয়রা ধারণা করছে পূর্বে এই এলাকায় প্রাচীন হিন্দু জমিদারেরা বসবাস করত। তাই এটি তাদেরই ব্যবহৃত মূর্তি হতে পারে। এ খবর প্রচার হলে হিন্দু সম্প্রদায়ের লোকজন সেখানে উদ্ধার হওয়া ৫ কেজি ৯০০ গ্রাম ওজনের মূর্তিটি এক নজর দেখার জন্য শত শত লোকের সমাগম ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন, আদালতকে অবগত করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
কেকে/এএস