পাবনার ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় আওলাদ হোসেন (৪৫) নামে এক আ.লীগ নেতাকে রোববার রাতে উপজেলার মন্ডুতোষ এলাকা থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আওলাদ ওই গ্রামের মৃত বয়েজ উদ্দিনের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক ও মন্ডুতোষ ইউনিয়ন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এর আগে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণের মামলায় দায়ের করা মামলায় ভাঙ্গুড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রানা গ্রেফতার হন। তিনি পৌর শহরের সারুটিয়া মহল্লার মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আওলাদ বিস্ফোরক মামলার এজাহার ভুক্ত আসামি। আজ সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে মেহেদী হাসান রানাকে গ্রেফতার করে পুলিশ।
কেকে/ এমএস