চায়ের মূল্য বৃদ্ধির সঙ্গে রেশিও অনুযায়ী চা শ্রমিকদের মজুরি বাড়বে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, চা শিল্প বাংলাদেশের ঐতিহ্যবাহী রপ্তানি খাত, এই শিল্পকে ধ্বংস হতে দেওয়া যাবে না।
শনিবার (১৭ মে) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম অধিদফতরের সভাকক্ষে চা বাগান শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাখাওয়াত হোসেন বলেন, চা শ্রমিকদের মজুরি, চিকিৎসা, বিশুদ্ধ পানি, স্যানিটেশনসহ তাদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। চায়ের মূল্য বৃদ্ধির মাধ্যমে শ্রমিকদের মজুরি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। চা বোর্ডের সঙ্গে কথা বলে নিলামে চায়ের মূল্য বৃদ্ধির চেষ্টা করা হবে।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন হবে কি হবে না, সেটা আমার বিষয় নয়। যাদের দায়িত্ব, তারা সেটা দেখবে।
সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, চায়ের নিলাম মূল্য উৎপাদন খরচের চেয়ে কম হওয়ায় সময়মতো শ্রমিকরা মজুরি পাচ্ছেন না। মজুরি ও রেশন ব্যবস্থার উন্নয়নে আলোচনা চলছে।
সভায় আরো উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) ওমর মো. ইমরুল মহসিন, শ্রম অধিদফতরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদ, অতিরিক্ত মহাপরিচালক শাহ আব্দুল তারিক, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন ও শ্রম দফতরের উপপরিচালক মহব্বত হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় চা শ্রমিকদের পক্ষে বক্তব্য দেন বিজয় হাজরা, গীতারানী কানু, পংকজ কন্দ প্রমুখ।
শ্রমিকরা মজুরি বৃদ্ধি, ইউনিয়ন নির্বাচন, চিকিৎসা, শিক্ষা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনসহ নানাবিধ সমস্যা তুলে ধরেন।
সভা শেষে উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন শ্রম দফতরের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
কেকে/এএম