গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে শওকত হোসাইন (৪৮) নামের এক অটোভ্যানচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার (ইউটার্ন) এলাকার মেসার্স ভাই ভাই সিএনজি পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শওকত হোসাইন উপজেলার গাজীপুর ইউনিয়নের বোতলিয়া ঢং পাড়া গ্রামের মৃত শাহুর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ জানান, শওকত হোসাইন অটোভ্যানে করে কয়েকজন যাত্রী নিয়ে ইউটার্ন পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানে ধাক্কা দিলে তিনি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও সহকারী গাড়িটি নিয়ে পালিয়ে যান।
নিহতের স্বজন আলমগীর হোসেন বলেন, দুপুরে বাড়ির পাশে বসে ছিলেন তিনি। এ সময় তার ফুপা শওকত হোসাইন অটোভ্যানে যাত্রী নিয়ে জৈনাবাজার এলাকায় যাচ্ছিলেন। প্রায় এক ঘণ্টা পর জানতে পারেন ইউটার্ন পারাপারের সময় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে তার ফুপা মারা গেছেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, সড়ক দুর্ঘটনায় অটোভ্যানচালক নিহত হয়েছেন। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেকে/এএম