সোমবার, ২৭ অক্টোবর ২০২৫,
১১ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
শিরোনাম: নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ      যারা জনমত ভয় পায় তারাই গণভোটের বিপক্ষে কথা বলছে      খাল খনন-পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে ডিএনসিসি      বাংলাদেশের পরিবার পরিকল্পনা মডেলে আগ্রহী পাকিস্তান      ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি : সালাহউদ্দিন আহমেদ      ত্রয়োদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১      দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত কাজ করবে উপদেষ্টা পরিষদ      
আইন-আদালত
স্বামীর বিরুদ্ধে মামলা করলেন সাবেক মডেল হ্যাপী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ১০:৫৮ পিএম আপডেট: ১৪.০৫.২০২৫ ১১:২৪ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যৌতুক দাবি ও মারধরের অভিযোগ এনে স্বামী মুফতি মোহাম্মদ তালহার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সাবেক মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী ওরফে আমাতুল্লাহ।

বুধবার (১৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে বাদী হয়ে নারী নির্যাতন দমন আইনে এ মামলা করেন তিনি।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস।

আদালত মামলার এজাহার গ্রহণ করে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ১৯ জুলাই পাঁচ লাখ টাকা মোহরানায় নাজনীন আক্তার হ্যাপীর সঙ্গে আসামি মুফতি মোহাম্মদ তালহার বিয়ে হয়। বিয়ের সময় মোহরানার টাকা অপরিশোধিত থাকে। এসময় হ্যাপীর মা তার স্বামীকে সংসারের আসবাবপত্র কেনার জন্য পাঁচ লাখ টাকা উপহার দেন। এরপর তাদের ঘরে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি একটি পুত্রসন্তান জন্ম নেয়। সন্তান জন্মের পর কিছুদিন পর্যন্ত স্বামী তালহা হ্যাপীর ভরণপোষণ দিতেন। তবে পরবর্তী সময়ে তালহা স্ত্রীকে ভরণপোষণ দেওয়া বন্ধ করেন এবং সাংসারিক ছোটখাট বিষয়ে স্ত্রী হ্যাপীকে মারধর করেন।

এজাহারে বাদী আরো অভিযোগ করেন, চলতি বছরের ৪ মে ভুক্তভোগী বাদী হ্যাপী জানতে পারেন যে, তার স্বামী তালহা গোপনে অন্যত্র বিয়ে করেছেন। বিয়ের বিষয়ে স্বামীর কাছে জানতে চাইলে তিনি হ্যাপীকে মারধর করেন। পরবর্তীতে গত ১০ মে হ্যাপীর ভাড়া বাসায় এসে তার স্বামী তালহা নিজ রেস্টুরেন্ট ব্যবসায় বিনিয়োগ বাড়ানোর জন্য ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। এ সময় হ্যাপী যৌতুক দিতে অস্বীকৃতি জানালে তাকে বেধড়ক মারধর করেন আসামি মুফতি তালহা। একই সঙ্গে যৌতুকের অর্থ না দিলে হ্যাপীকে তালাক দেওয়ার হুমকিও দেন তালহা।

মামলার বিষয়ে বাদী নাজনীন আক্তার হ্যাপী বলেন, হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ তালহা নামটা শুনলেই একটা সম্মান চলে আসে। সে এই লেবাসটাকে কাজে লাগিয়ে অনেক অপকর্ম করে আসছে। আমি এতদিন মারপিটের ভয়ে কিছু বলিনি। কিন্তু এখন এসব বলতে বাধ্য হচ্ছি, কারণ আজ দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এ অবস্থা থেকে উদ্ধারের জন্য আমার আইনজীবীর মাধ্যমে আইনি পদক্ষেপ নিয়েছি।

মামলার বিষয়ে বাদীপক্ষের আইনজীবী জান্নাতুল ফেরদৌস বলেন, হ্যাপীর স্বামী মুফতি তালহা ৮-৯ টা বিয়ে করেছে। বিভিন্ন সময়ে হ্যাপীকে মারধর করে যৌতুক চায়। হ্যাপী তার থেকে তালাক চাইলেও তিনি তালাক দিচ্ছেন না। এজন্য আমরা আইনি পদক্ষেপ নিয়েছি।

এ বিষয়ে অভিযুক্ত মুফতি মোহাম্মদ তালহার বক্তব্য জানতে চাইলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে খোলা কাগজকে বলেন, ‘এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’ তিনি জানান, হ্যাপি তার প্রথম স্ত্রী। আর তিনি ৯টি নয়, বিয়ে করেছেন মোট ৫টি। এরমধ্যে একজন কাশ্মিরী নারীর সঙ্গে ২ বছর সংসারও করেছেন।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  যৌতুক   মামলা   মডেল হ্যাপী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ
যারা জনমত ভয় পায় তারাই গণভোটের বিপক্ষে কথা বলছে
১৫০ কিলোমিটার পদযাত্রায় গোবিপ্রবির দুই গার্ল-ইন-রোভার
নারায়ণগঞ্জে মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাই হচ্ছে : রেলপথ সচিব
রাষ্ট্রপতির অনুমোদনে চূড়ান্ত জকসু নীতিমালা

সর্বাধিক পঠিত

ববির ছাত্রী হলে তীব্র পানি সংকট
গজারিয়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা
বিসিটিআই-এর প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট গ্রহণ করলেন অভিনেতা মাসুদ
‘থুথু’ ফেলা নিয়ে ড্যাফোডিল-সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ, অগ্নিসংযোগ
রাজনৈতিক অনিশ্চয়তা, চ্যালেঞ্জ ও গণতন্ত্রের ভবিষ্যৎ

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close