গাজীপুরের কাপাসিয়া উপজেলা তিন কৃষকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (১২ মে) ভোর রাতে বাড়ির গোয়ালঘর থেকে গরুর রশি কেটে ৪টি গরু চুরি হয়।
কৃষকেরা হলো, উপজেলার কপালশ্বর গ্রামের আলম মিয়ার ১ টি, নুরুল ইসলামের ১ টি ও বিল্লাল মিয়ার ২ টি।
ভুক্তভোগী বিল্লাল মিয়া জানান, গতকাল রোববার দিবাগত রাত ১২টা থেকে আজ ভোর ৫টার মধ্যে এই চুরি হয়।
ভুক্তভোগী বিল্লাল মিয়া আরো বলেন, আলম মিয়ার এক লাখ ত্রিশ হাজার টাকা মূল্যের একটি ষাঁড়, নুর ইসলামের দেড় লাখ টাকা মূল্যের একটি গাভীন গরু ও আমার ৩ লাখ টাকা মৃল্যের ২ টা গাভীন গরু।
বেলাশী গ্রামের সাবেক ইউপি সদস্য আ. বারিক খোলা কাগজ কে জানান, বাড়ি থেকে ৪ টি বড় গরু চুরি হয়েছে যার প্রতিটা গরুর বাজার মূল্য অন্তত লাখ টাকা। 'তিনি বলেন, আমাদের সবার মধ্যেই চুরির আতঙ্ক কাজ করছে।
নুরুল ইসলাম বলেন, চুরির ঘটনায় মামলা করিনি। তবে আমি চাই এভাবে আর কোনো পরিবার যেন ক্ষতিগ্রস্ত না হয়।'
যোগাযোগ করা হলে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক খোলা কাগজকে বলেন, 'বিষয়টি আমাকে এখনো কেউ জানায়নি। এখনই জানলাম। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব।'
কেকে/এআর