শনিবার, ১০ মে ২০২৫,
২৭ বৈশাখ ১৪৩২
বাংলা English

শনিবার, ১০ মে ২০২৫
শিরোনাম: আমরা কোনো দলকে নিষিদ্ধের পক্ষে না: জি এম কাদের      আওয়ামী লীগ নিষিদ্ধের আলোচনা করতেই জরুরি বৈঠক      দেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না: ফখরুল       যুদ্ধবিরতিতে রাজি ভারত-পাকিস্তান      রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান      ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস      যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ      
রাজনীতি
সরকারের দ্বৈত ভূমিকা জনমনে উদ্বেগ তৈরি করছে: সাইফুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৯:২৬ পিএম

জাতীয় গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়ে সরকারের দ্বৈত ভূমিকা জনমনে গভীর উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক।

শুক্রবার (৯ মে) বিকালে রাজধানীর সেগুনবাগিচার সংহতি মিলনায়তনে বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, একদিকে হত্যা মামলার আসামিদের দেশত্যাগের সুযোগ দেওয়া হচ্ছে, অন্যদিকে নীতিনির্ধারকেরা কোনো দায় নিচ্ছেন না। এতে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে— আসলে কে দেশ চালাচ্ছে?

তিনি আরো বলেন, সরকার গঠনের ৯ মাস পরেও যদি এ রকম অকার্যকারিতা ও দ্বৈত অবস্থান বজায় থাকে, তাহলে সরকারের ওপর জনগণের আস্থা নষ্ট হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা অভিযোগ করেন, সরকারের ভেতরে একাধিক কেন্দ্র এবং নানা ক্ষমতাকেন্দ্রের অস্তিত্ব স্পষ্ট হয়ে উঠছে। এক উপদেষ্টার বক্তব্যেও এর ইঙ্গিত পাওয়া গেছে।

তিনি বলেন, এই ধরনের অবস্থান এক ধরনের নৈরাজ্যকে উসকে দিচ্ছে, যা গণঅভ্যুত্থানের অর্জনকেও বিপন্ন করতে পারে।

সাইফুল হক বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে আমরা সাহসী, সৃজনশীল ও উদ্যমী যুবশক্তির সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। আমরা তরুণদের জীবন ও ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে দেবো না।

তার মতে, যুবশক্তিকে আর কোনো রাজনৈতিক, সামাজিক বা সন্ত্রাসী গোষ্ঠীর লাঠিয়াল হিসেবে ব্যবহার করা যাবে না। দেশের যুবসমাজ এখন আর কারো কাছে জিম্মি হবে না।

তিনি সতর্ক করে বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে পতিত ফ্যাসিবাদী শক্তির জায়গায় নতুন কোনো ধরনের ফ্যাসিবাদী চিন্তা বা জবরদস্তির চর্চা জনগণ মেনে নেবে না। সম্ভাবনাময় তারুণ্যকে মব সন্ত্রাসের মাধ্যমে ধ্বংস করা যাবে না।

নারী অধিকার প্রসঙ্গে সাইফুল হক বলেন, নারী-পুরুষ নির্বিশেষে সব তরুণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। নারী মর্যাদা বিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা ও অসমাপ্ত কাজগুলো ২০২৪-এর চেতনায় বাস্তবায়ন করব। শোষণমুক্ত, অসাম্প্রদায়িক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের শপথে এগিয়ে যাব।

বর্ধিত সভায় আগামী ২৯ আগস্ট জাতীয় যুব কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। যুবপ্রাণ জাগিয়ে তুলুন, অধিকার, ইনসাফ ও মুক্তির পথে এগিয়ে চলুন— এই স্লোগানে দেশব্যাপী যুব জাগরণের আহ্বান জানানো হয়।

সভায় জুলাই মাসের মধ্যেই জেলা পর্যায়ে যুব কনভেনশন আয়োজনের ঘোষণাও দেওয়া হয়।

সভায় বাবর চৌধুরীকে আহ্বায়ক এবং মীর রেজাউল আলমকে সদস্যসচিব করে ৪১ সদস্যের জাতীয় যুব কনভেনশন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক বাবর চৌধুরী।

সভায় আরো বক্তব্য দেন— বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মাহবুবুল করিম টিপু, সংগঠনের সদস্যসচিব মীর রেজাউল আলম, যুবনেতা স্বাধীন মিয়া, জামিরুল রহমান ডালিম, শাফায়াত কামাল দিব্য, রফিকুল ইসলাম রকি, আরিফুল ইসলাম, মোহাম্মদ হোসেন, আবদুল হাকিম আমিন প্রমুখ।

কেকে/এএম


মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগ কার্যালয় দখল করে এনসিপির অফিস
আমরা কোনো দলকে নিষিদ্ধের পক্ষে না: জি এম কাদের
আওয়ামী লীগ নিষিদ্ধের আলোচনা করতেই জরুরি বৈঠক
লঞ্চে দুই নারীকে পেটানোর ঘটনায় গ্রেফতার যুবক
দেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না: ফখরুল

সর্বাধিক পঠিত

আকিকার মাংস ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
প্রেমিকাকে বিয়ে করতে ব্যর্থ হওয়ায় যুবকের আত্মহত্যা
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে গণশুনানি
চাঁদাবাজদের দৌরাত্ম্যে অতিষ্ঠ পূর্বাচল প্লট মালিকরা
বাংলাদেশ সীমান্তে ভারতের ৩ জেলায় কারফিউ জারি

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close