কাজ করতে গেলেই চাঁদাবাজির শিকার হচ্ছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের অধীনে নির্মাণাধীন পূর্বাচলের প্লট মালিকরা। এমন এক ঘটনায় পূর্বাচলের ৩নং সেক্টর এলাকায় ঠিকাদার আমান উল্লাহ চাঁদা না দেয়ায় রূপগঞ্জ উপজেলা তাঁতীদল সদস্য সচিব মৃদুল ও তার বাহিনীর হামলার শিকার হয়েছেন। শুধু তাই নয়, কাজ বন্ধ করে দেয় চাঁদাবাজ চক্র। এ বিষয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বাগবের এলাকার ভুক্তভোগী আমান উল্লাহ জানান, তিনি পূর্বাচল বিভিন্ন কোম্পানির অধিনে মাটি কাটা ও নির্মাণ কাজ করেন। বর্তমানে পূর্বাচল উপশহর ৩নং সেক্টর এলাকায় চাঁদাবাজির কারনে কাজ বন্দ করে দেয় মৃদুল ও তার বাহিনী।
চাঁদাবাজদের অন্য চক্ররা হলো, হাসান আলীর ছেলে মৃদুল, সাহাবুদ্দিনের ছেলে দ্বীন ইসলাম, আকবর আলীর ছেলে নয়ন, কলু মিয়ার ছেলে গোলজারসহ চক্রের সদস্যরা।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা তাঁতীদলের সদস্য সচিব অভিযুক্ত মৃদুল হাসান মুঠোফোনে বলেন, বিষয়টি প্লটের নয় একটি খেলার মাঠের টাকা পয়সা নিয়ে দলীয় পোলাপান গিয়েছিল, অভিযোগকারী আমানউল্লাহর কাজ করা প্লটে আমি যাইনি। কাল্পনিক অভিযোগ দিয়েছে থানায়।
এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত চলছে।
কেকে/এআর