দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জামিনে কারামুক্ত হয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নীলফামারী–১ আসনের বিএনপি নেতা ও খালেদা জিয়ার ভাগনে প্রকৌশলী মো. শাহরিন ইসলাম তুহিন।
আজ শনিবার (১০ মে) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় তার নির্বাচনী এলাকা নীলফামারী–১ আসন (ডোমার-ডিমলা) ও নীলফামারী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার (৮ মে) তার দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ জামিনের আদেশ দেন।
সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রকৌশলী তুহিন বলেন, আমি শহিদ রাষ্ট্রপতির আদর্শ ও স্বপ্ন ধারণ করি। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলস লড়াই চালিয়ে যাব— ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমার ওপর মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেওয়া হয়েছিল। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমি আইনি লড়াই চালিয়ে যাচ্ছি। সত্যের বিজয় হবেই।
কেকে/এআর